রেকর্ড গড়া জয়ে সিরিজে সমতা ফেরালো ভারত

বার্মিংহাম টেস্ট

জসপ্রীত বুমরা ছিলেন না। পেস বোলিং পিচে টস হেরে আগে ব্যাটিং। শেষ দিনে বৃষ্টির ঝামেলা। তবে কোনো কিছুই বার্মিংহাম টেস্টে ভারতের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ৩৩৬ রানের বিশাল ব্যবধানে জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে সফরকারী ভারত। প্রথম টেস্টে এজবাস্টনে হেরেছিল ভারত। দুই ম্যাচ শেষে সিরিজের অবস্থা ১-১।

দলের সেরা বোলার জসপ্রীত বুমরার অনুপস্থিতিতে সুযোগ পেয়েছিলেন আকাশ দ্বীপ। সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন তিনি। প্রথমবারের মতো ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। দ্বিতীয় ইনিংসে ৯৯ রানে নিয়েছেন ৬ উইকেট। তার বিধ্বংসী বোলিংয়ে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে ২৭১ রানের অল আউট হয়। ম্যাচে আকাশ দ্বীপের শিকার সংখ্যা ১০। ১৯৮৬ সালে চেতন শর্মার পর প্রথম ভারতীয় হিসেবে ইংলিশ কন্ডিশনকে কাজে লাগিয়ে ম্যাচে ১০ উইকেট শিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

তবে ম্যাচ জয়ের কৃতিত্বটা ব্যাটার শুভমান গিলের। অসাধারণ ব্যাটিং করেছেন তিনি। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও তিন অঙ্কের রান করেছেন। দুই ইনিংসে ৪৩০ রান তার। গিলের এমন ব্যাটিংয়ে স্বাগতিক দল রান পাহাড়ের নিচে চাপা পড়ে। ইংল্যান্ডের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৬০৮। বিশাল রানের নিচে চাপা পড়ে মাত্র ২৭১ রানে গুটিয়ে যায় ইংল্যান্ডের ইনিংস।

ম্যাচের শেষটা ছিল দারুণ। আকাশ দ্বীপের বলে ক্যাচ নেন শুভমান গিল। ক্যাচ নেওয়ার পর একে অপরকে জড়িয়ে ধরে আনন্দ প্রকাশ করেন। পরে তাদের সঙ্গে যোগ দেন সতীর্থরা।

লক্ষ্যমাত্রা বিশাল হওয়ায় এ ম্যাচে ইংল্যান্ডের সামনে জয়ের কোনো সুযোগই ছিল না। সর্বোচ্চ সম্ভাবনা ছিল ড্রয়ের। কিন্তু চতুর্থ দিনের শেষ ভাগে সে সম্ভাবনা অনেকটাই উড়িয়ে দিয়েছিলেন ভারতীয় বোলাররা। স্কোরবোর্ডে ৭২ রান করতেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। চতুর্থ দিন বাজে আবহাওয়া ইংল্যান্ডের সমানে একটা সুযোগ হয়ে দেখা দিয়েছিল। কিন্তু কিছু সময় পর সে সুযোগ মিলিয়ে যায়। আবহাওয়া ঠিক হয়ে যায়। তারপর খেলা মাঠে গড়ালেও তা ইংল্যান্ডকে কোনো স্বস্তি এনে দিতে পারেনি।

Exit mobile version