সেঞ্চুরিয়ানে টানটান উত্তেজনার এক টি-টোয়েন্টি ম্যাচ উপভোগ করলো ক্রিকেটপ্রেমীরা। ভারতের করা ২১৯ রানের জবাবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ২০৮ রান করেছে। ১১ রানের জয় নিয়ে চার ম্যাচের সিরিজে তৃতীয় ম্যাচ শেষে ভারত ২-১ ব্যবধানে এগিয়ে গেল।
ভারতের এ জয়ে ব্যাট হাতে নেতৃত্ব দিয়েছেন তিলক ভার্মা। আর বল হাতে আর্শদীপ সিং। ভার্মা ১০৭ রান করেছেন। আর আর্শদীপ ৩ উইকেট নিয়ে বোলিংয়ে নেতৃত্ব দিয়েছেন। স্বাভাবিকভাবেই ৫৬ বলে ১০৭ রান করে ম্যাচ সেরা হয়েছেন তিলক ভার্মা।
একটা বিশ্ব রেকর্ডও গড়েছে ভারত। মূলত এ দিন দলীয় ইনিংস ২০০ রান হতেই রেকর্ডটি গড়ে ভারত। চলতি বছরে এ ম্যাচসহ মোট আটবার দুইশ রানের ইনিংস খেলেছে ভারত। আন্তর্জাতিক ক্রিকেটে যা রেকর্ড। এক বছরে সর্বোচ্চ সাতবার দুইশ রানের কীর্তিতে এতদিন ভারতের সঙ্গে ছিল জাপান ও বার্মিংহাম বিয়ার্স। জাপান এ বছরই এ কীর্তি গড়েছিল। বিয়ার্সের গড়া কীর্তি ছিল ২০২২ সালে। আর ভারত গড়েছিল গত বছর। এক বছর ব্যবধানে নতুন করে আবার কীর্তি গড়লো ভারত।
ম্যাচের শেষ দিকে বড় ধরণের নাটকীয়তা তৈরি হয়েছিল। জয়ের জন্য শেষ দুই ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল ৫১ রান। ওই সময়ে হার্দিক পান্ডিয়ার ১৯তম ওভারে দুই ছক্কা ও তিন চারসহ ২৬ রান তুলে নন মার্কো ইয়ানসেন। ফলে শেষ ওভারে দরকার হয় ২৫ রানের। আর্শদীপ শেষ ওভারের তৃতীয় বলে ইয়ানসেন আউট করলে ভারতের জয় নিশ্চিত হয়ে যায়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











