লিডস টেস্টে যা ঘটেছে তা অবিশ্বাস্য বললে কম বলা হবে। সফরকারী ভারতের দেওয়া ৩৭১ রানের লক্ষ্যমাত্রা টপকে ঠিকই জয় তুলে নিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। ৫ উইকেটের জয় নিয়ে ইংল্যান্ড সিরিজে এগিয়ে গেল।
৩৭১ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করার জন্য খুব বেশি যে সময় ছিল তাও নয়। একদিকে বিশাল রানের চাপ, অন্যদিকে সময়ের স্বল্পতা। চতুর্থ দিনের ৬ ওভার পাশাপাশি পঞ্চম দিনের পুরো সময়টা। ওভার প্রতি চার রানেরও বেশি করে করতে হবে। এই চ্যালেঞ্জটা ঠিকই নিয়েছে ইংল্যান্ড। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বেন ডাকেট। অসাধারণ এক সেঞ্চুরি করেছেন এই ওপেনার। ১৪৯ রান করেছেন তিনি। ১৭০ বলে এই রান করতে ২১টি বাউন্ডারি মেরেছেন। সঙ্গে ছিল একটি ওভার বাউন্ডারি।
এক পর্যায়ে মাত্র ২৫৩ রানের মধ্যে চতুর্থ উইকেট হারালে একটু হলেও চাপে পড়েছিল ইংল্যান্ড। ভারতের সমানে একটু আলোর রেখা তৈরি হয়েছিল। কিন্তু তা মিলিয়ে যেতে সময় নেয়নি। জো রুট, অধিনায়ক বেন স্টোকস ও জেমি স্মিথের চমৎকার ব্যাটিং নাটকীয় জয় এনে দিয়েছে। জো রুট ৫৩ রান করেন। আর ষষ্ঠ উইকেটে বেন স্টোক ও জেমি স্মিথ অপরাজিত ৭১ রানের জুটি গড়েন। স্টোকস ৩৩ রানে ও স্মিথ ৪৪ রানে অপরাজিত থাকেন।
জসপ্রিত বুমরাহ প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে ইংল্যান্ডকে বড় ধাক্কা দিয়েছিল। দ্বিতীয় ইনিংসে বুমরাহকে আর আধিপত্য বিস্তার করতে দেয়নি। উইকেটের দেখা পাননি বুমরাহ। তার ব্যর্থতায় প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর দুটো করে উইকেট নেন। রবিন্দ্র জাদেজা এক উইকেট নেন।
প্রথম ইনিংসে ৬২ রানের পাশাপাশি দ্বিতীয় ইনিংসে বেন ডাকেট ১৪৯ রান করে ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















