রোহিত-কোহলিদের জন্য ৫৮ কোটি রুপি পুরস্কার ঘোষণা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় দলের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা করল বিসিসিআই। ট্রফি জিতে রোহিত শার্মার দল আইসিসির কাছ থেকে যে প্রাইজমানি পেয়েছিল, বোর্ডের কাছ থেকে পাচ্ছে এর তিন গুণেরও বেশি।

চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী দলকে ৫৮ কোটি রুপি পুরস্কার দেবে বিসিসিআই। স্কোয়াডে থাকা ক্রিকেটারদের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফের সদস্যরা এবং নির্বাচক কমিটি থাকবে এই পুরস্কারের আওতায়। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের জন্য আইসিসির প্রাইজমানি ছিল ২২ লাখ ৪০ হাজার ডলার, যা ১৯ কোটি রুপির আশেপাশে। এছাড়া গ্রুপ পর্বের প্রতি ম্যাচ জয়ের জন্য ছিল ৩৪ হাজার ডলার করে।

সবশেষ ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে শিরোপার স্বপ্ন ভঙ্গ হয় ভারতের। তবে এরপর গত ৯ মাসের মধ্য দুটি বড় আসরে শিরোপা জয় করেন রোহিত শার্মা, ভিরাট কোহলিরা। গত টি-২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফাইনালে তারা হারায় নিউ জিল্যান্ডকে।

ভারতীয় বোর্ডের সভাপতি ও ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের পেসার রজার বিনি বললেন, এই আর্থিক পুরস্কার দলের প্রাপ্য। তিনি বলেন,‘পিঠেপিঠি আইসিসি শিরোপা জয় বিশেস অর্জন এবং বিশ্বমঞ্চে দলের নিবেদন ও উৎকর্ষকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এই পুরস্কারের মাধ্যমে। আড়ালে থেকে সবাই যে কঠোর পরিশ্রম করে গেছে, সেটিরও স্বীকৃতি এই আর্থিক পুরস্কার। এই বছর এটা আমাদের দ্বিতীয় আইসিসি ট্রফি, নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপাও জিতেছি আমরা। আমাদের দেশের শক্তিশালী ক্রিকেটীয় বাতাবরণই ফুটিয়ে তুলছে এসব সাফল্য।’

Exit mobile version