পাকিস্তানের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দারুণ করেছিলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। প্রথম দুই ম্যাচে দাপুটে বোলিংয়ে আইসিসির টি-টোয়েন্টি র্যাংকিংয়ে ১৭ ধাপ এগিয়ে উঠে এসেছিলেন নবম স্থানে।
তবে সিরিজের শেষ ম্যাচে বিশ্রামে থাকায় রেটিং কমে গেছে তার। নতুন হালনাগাদে মুস্তাফিজ এখন তিন ধাপ পিছিয়ে আছেন ১২ নম্বরে। তার রেটিং পয়েন্টও কমে হয়েছে ৬৪৬।
শুধু মুস্তাফিজ নন, অবনতি হয়েছে আরও কয়েকজন বাংলাদেশি বোলারের অবস্থানে। এক ধাপ পিছিয়ে ১৭ নম্বরে নেমেছেন শেখ মেহেদী হাসান। তাসকিন আহমেদ নেমেছেন ২৮ নম্বরে, তানজিম হাসান সাকিব আছেন ৩৮ নম্বরে।
ব্যাটারদের মধ্যে বাংলাদেশের হয়ে সবচেয়ে উপরে আছেন তাওহিদ হৃদয়। তার সংগ্রহ ৫৪৫ রেটিং পয়েন্ট, অবস্থান ৩৯ নম্বরে। অন্যদিকে, শেষ ম্যাচে ব্যর্থ হওয়ায় পাঁচ ধাপ পিছিয়ে এখন ৪২ নম্বরে আছেন ওপেনার তানজিদ তামিম।
আইসিসির সর্বশেষ র্যাংকিং হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে এমনই উত্থান-পতনের চিত্র ধরা পড়েছে। যদিও সামনে বিসিবির হোম সিরিজ আয়োজনের পরিকল্পনা আছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। এশিয়া কাপ এবং হোম সিরিজে ভালো পারফর্ম করলে রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের ক্রিকেটারদের। মুস্তাফিজেরও সুযোগ থাকবে আবার সেরা দশের তালিকায় নিজেকে অন্তর্ভুক্ত করার।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















