১৯ ফেব্রুয়ারি করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লড়াই। তিন দিন পর অর্থাৎ ২২ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। কিন্তু এর আগে হোচট খেলো ওয়ানডে’র বিশ্বচ্যাম্পিয়নরা। কলম্বোতে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ১৭৪ রানের বড় ব্যবধানে হেরেছে স্টিভ স্মিথের নেতৃত্বাধীন দলটি। একই ভেন্যুতে ১২ ফেব্রুয়ারি প্রথম ম্যাচে তারা হেরেছিলো ৪৯ রানে।
কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টসজয়ী শ্রীলঙ্কা শুরুতে ব্যাটিং বেছে নেয়। দলীয় ১৫ রানে পাথুম নিশাঙ্কার উইকেট হারানো লঙ্কানরা উইকেটরক্ষক ব্যাটার কুশল মেন্ডিসের ১০১ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে চারে উইকেটে ২৮১ রানের সংগ্রহ পায়।
কুশল মেন্ডিসের সেঞ্চুরির দিনে হাফ সেঞ্চুরি করেছেন নিশান মাদুশকা (৫১) ও অধিনায়ক চারিথ আসালাঙ্কা (অপরাজিত ৭৮)। এছাড়া অপরাজিত ৩২ রান আসে জানিথ লিয়াঙ্গের ব্যাট থেকে।
জবাবে খেলতে নেমে ২৪.২ ওভারে ১০৭ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন। এদের মধ্যে সর্বোচ্চ ২৯ রান এসেছে অধিনায়ক স্মিথের ব্যাটে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















