গ্রুপপর্বে লঙ্কানদের বিপক্ষে হোঁচট খেলেও সুপার ফোরের লড়াই শুরুটা জয় দিয়েই করেছে বাংলাদেশ। দ্বিতীয় দেখায় শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে টাইগাররা ফিরেছে আত্মবিশ্বাসে। সেই জয়ে সামনে থেকে ভূমিকা রাখেন সাইফ হাসান ও তাওহীদ হৃদয়। তবে লঙ্কান অল-রাউন্ডার ডাসুন শানাকার মতে বাংলাদেশের জয়ের পিছনে সবথেকে বড় অবদান মুস্তাফিজের নিয়ন্ত্রিত বোলিং।
দলীয় সর্বোচ্চ ৬৪ রান করা অলরাউন্ডার দাসুন শানাকা ম্যাচ শেষে বলেন, ‘আমরা আসলে ম্যাচটা নিজেদের দিকেই টেনে নিচ্ছিলাম। কিন্তু চারিথ (আসালাঙ্কা) আউট হওয়ার পর সবকিছু বদলে যায়। বিশেষ করে মুস্তাফিজ আর তাসকিন শেষ কয়েক ওভারে দুর্দান্ত বল করেছে। আমাদের লক্ষ্য ছিল ১৮০ রান, কিন্তু শেষ পর্যন্ত সেটা হয়নি।’
টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে লঙ্কানরা থামে ৭ উইকেটে ১৬৮ রানে। দুবাইয়ের মাঠে অভিজ্ঞ শানাকার মতে, রান আরও বেশি হওয়ার কথা ছিল, ‘এই উইকেটে আমি বহু ম্যাচ খেলেছি। ব্যাটিংয়ের জন্যও ভালো ছিল। বড় কোনো ভুল হয়নি, তবে ১০-১৫ রান কম হয়ে গেছে।’
বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে আলো ছড়ান মুস্তাফিজুর রহমান। চার ওভারে মাত্র ২০ রান দিয়ে তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। প্রতিপক্ষের ব্যাটারদের আক্রমণ ঠেকিয়ে লক্ষ্য ছোট করে দেন তিনি। তাই তার প্রশংসা করতে ভোলেননি শানাকা, ‘মুস্তাফিজ ক্লাসিক এক বোলার। নিয়মিত আইপিএল খেলে, দেশের হয়েও প্রায় এক দশক ধরে দারুণ পারফর্ম করছে। তার বিপক্ষে সমস্যায় পড়াটা অস্বাভাবিক নয়। ওর প্রাপ্য কৃতিত্ব অবশ্যই দিতে হবে।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















