লঙ্কা টি-টেনে গল মার্ভেলসে সাকিব

বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসান আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তার চাহিদা এখনও তুঙ্গে। সর্বশেষ শ্রীলঙ্কার নতুন টি-টেন লিগে গল মার্ভেলস দলে যুক্ত হয়েছেন এই অলরাউন্ডার।

টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট এখনও অনুষ্ঠিত হয়নি, তবে সাকিবকে সরাসরি চুক্তির মাধ্যমে দলে ভিড়িয়েছে গল মার্ভেলস। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তারা এই তথ্য নিশ্চিত করেছে। সাকিবকে নেওয়া হয়েছে ‘প্ল্যাটিনাম’ ক্যাটাগরি থেকে, যা খেলোয়াড়দের সর্বোচ্চ দামের ক্যাটাগরি।

১২ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এই লঙ্কা টি-টেন টুর্নামেন্ট চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। প্রতিটি দলে সর্বোচ্চ ১৭ জন খেলোয়াড় নিতে পারবে এবং এর মধ্যে সাতজন বিদেশি খেলোয়াড় থাকতে পারবেন। সাকিব আগেও লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)-এ খেলেছেন, যেখানে তিনি গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন। তবে এবার গলের দলটির নাম পরিবর্তন করে রাখা হয়েছে গল মার্ভেলস।

এদিকে, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চিটাগাং কিংসও সাকিবকে রেখে তাদের দল সাজিয়েছে। যদিও ওই সময় সাকিবের দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত ছিল, পরবর্তীতে উপর মহলের সবুজ সংকেত পাওয়ার পর তার বিপিএল অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে।

এরই মাঝে বাংলাদেশের ঘরের মাঠে আসন্ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা রয়েছে সাকিবের। প্রথম টেস্টটি শুরু হবে ২১ অক্টোবর, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। সাকিবের টেস্ট থেকে অবসর নেওয়ার খবর ক্রিকেট ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তবে ফ্র্যাঞ্চাইজি লিগে তার উপস্থিতি ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তাকে সক্রিয় রাখবে।

Exit mobile version