ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে মাত্র ৪৬ রানে গুটিয়ে যায় স্বাগতিক ভারত। জবাবে নিউজিল্যান্ড নিজেদের প্রথম ইনিংসে ৪০২ রান সংগ্রহ করে। এরপর ইনিংস ব্যবধানে হারের শঙ্কা নিয়ে দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করছে ভারত।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত টেস্টের চতুর্থ দিনে লাঞ্চবিরতিতে নিজেদের দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ৩৪৪ রান তুলেছে ভারত। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরির পর এগিয়ে যাচ্ছে সরফরাজ খান। সরফরাজ ১২৫ ও রিষভ পান্ত ৫৩ রান নিয়ে অপরাজিত আছেন।
ঘরোয়া ক্রিকেটে নিজেকে রীতিমতো রানমেশিনে পরিণত করেছিলেন এই সরফরাজ খান। তবে এরপর জাতীয় দলের স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ না পাওয়ার আক্ষেপে ছিলেন।
অবশেষে শুভমান গিলের জায়গায় সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে শূন্য রানে আউট। তবে বিপর্যস্ত ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলার চেষ্টায় দ্বিতীয় ইনিংসে সরফরাজ নিজের প্রথম টেস্ট সেঞ্চুরিই তুলে নিলেন ২৬ বছর বয়সী এই ব্যাটারের।