২০০৫ সালের ২৬ মে, লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে অভিষেক হয়েছিল এক লাজুক কিশোরের। উইকেটরক্ষকের গ্লাভস হাতে সেই ছেলেটিই আজ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল ব্যাটার—মুশফিকুর রহিম। সময়ের পরিক্রমায় পার করে ফেলেছেন আন্তর্জাতিক ক্রিকেটের ২০টি বছর।
বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত মুশফিক খেলেছেন ৯৬ টেস্ট, ২৭৪ ওয়ানডে এবং ১০২ টি-টোয়েন্টি ম্যাচ। তিন সংস্করণ মিলিয়ে তার ব্যাট থেকে এসেছে ১৫ হাজার ৩৫০ রান, যার মধ্যে রয়েছে ২০টি শতক ও ৭৬টি অর্ধশতক। দেশের হয়ে তিনটি ডাবল সেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও তিনি।
সাদা বলের ক্রিকেট থেকে ইতোমধ্যেই অবসর নিয়েছেন মুশফিক। এখন মনোযোগ শুধুই টেস্টে। তবে তার রেকর্ডের ঝুলিতে যে অর্জনগুলো জমা হয়েছে, তা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অনন্য। শততম টেস্ট খেলার দ্বারপ্রান্তে থাকা এই উইকেটরক্ষক ব্যাটার ওয়ানডেতেও বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এককভাবে সবচেয়ে বেশি রান করার কৃতিত্বও মুশফিকের দখলে—পাঁচ হাজারের বেশি রান। বৈশ্বিক আসরে বাংলাদেশের প্রথম ফাইনাল, ২০১২ এশিয়া কাপে তার নেতৃত্বেই এসেছিল।
নিজের অভিজ্ঞতার ২০ বছরের এই মাইলফলকে পৌঁছে মুশফিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘আলহামদুলিল্লাহ, আন্তর্জাতিক ক্রিকেটের ২০ বছর।’ সঙ্গে শেয়ার করেছেন নিজের ক্যারিয়ারের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি।
ক্যারিয়ারের শেষপ্রান্তে দাঁড়িয়ে তিনি কেবল রেকর্ড নয়, প্রেরণাও হয়ে উঠেছেন পরবর্তী প্রজন্মের জন্য। মুশফিক তাই কেবল একজন ক্রিকেটার নন, তিনি বাংলাদেশ ক্রিকেটের এক জীবন্ত ইতিহাস।
