ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম ইনিংসে দারুণ বোলিং করেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদ রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি প্রথম ঘণ্টায় বিদায় করেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লাঞ্চ বিরতিতে ভারতের সংগ্রহ ২৩ ওভারে ৮৮/৩।
চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয়েছে সফরকারী বাংলাদেশ ও ভারত। টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চেন্নাইয়ের মেঘে ঢাকা কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন তিনি। তার বোলাররা করে দেখিয়েছেন তেমন কিছুই।
তৃতীয় ওভারের দ্বিতীয় বলে রোহিত শর্মা বেঁচে যান আম্পায়ারস কলে। তাসকিনের কাছ থেকে বাঁচলেও হাসান মাহমুদ ঠিকই রোহিতকে তুলে নেন। পঞ্চম ওভারে তার অফ স্টাম্পের সামান্য বাইরে থাকা বল ডিফেন্ড করতে যান রোহিত, তার ব্যাট ছুয়ে বল যায় দ্বিতীয় স্লিপে দাঁড়ানো শান্তর হাতে। ১৯ বলে ৬ রান করে ফেরেন তিনি।
উইকেট মেডেন দেওয়ার পরের ওভারে এসে প্রথম বলেই চার হজম করেন হাসান। কিন্তু ঘুরে দাঁড়াতেও সময় নেননি। তৃতীয় বলে শুভমান গিল ক্যাচ দেন উইকেটের পেছনে। হাসান এরপরও থাকেন উজ্জ্বল। এরপর নিজের টানা তৃতীয় ওভারে উইকেট নেন তরুণ এই পেসার। ৬ রানে বিদায় করেন বিরাট কোহলিকে।