কম দামে লিটন দাসকে পেয়ে খুশি রংপুর রাইডার্স- সোহান

লিটন দাস ও নুরুল হাসান সোহান

নিলামের দিনটি বিপিএলের ভক্তদের জন্য সত্যি উত্তেজনাপূর্ণ ছিল। দামের লড়াই, নতুন খেলোয়াড়ের চমক, সব মিলিয়ে যেন মাঠের উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছিলো নিলামের মধ্যেই। চট্টগ্রাম রয়্যালস নাঈম শেখকে ১ কোটি ১০ লাখ টাকায় দলে এনেছে, আর রংপুর রাইডার্স তুলনামূলক কম ৭৫ লাখ টাকায় দলে ভেড়িয়েছে লিটন দাসকে। এই সাশ্রয়ী মূল্যে লিটনকে দলে নেওয়ায় রংপুর রাইডার্সের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।

রংপুর অধিনায়ক নুরুল হাসান সোহান নিলামের পর বলেন, ‘টি-টোয়েন্টিতে টপ অর্ডারের দায়িত্ব অনেক ভারী। আমাদের টপ অর্ডার যথেষ্ট হেভি। লিটনকে এই দামে পাওয়া আমাদের জন্য বড় সুখের ব্যাপার। ওর ফর্মে আমরা রংপুরকে আরও এগোতে দেখছি।’

তাওহীদ হৃদয়কেও দলে নেওয়া হয়েছে ৯২ লাখ টাকায়। তবে সোহান মনে করেন, দলের সাফল্যের জন্য প্রতিটি খেলোয়াড় সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘দলে ১৪ বা ১৫ জন যেই থাকুক না কেন, প্রত্যেককে সমানভাবে মূল্যায়ন করা উচিত।’

লিটনও সন্তুষ্ট, দেশের খেলোয়াড়দের ওপর নির্ভরশীল স্কোয়াড গড়ে। তিনি বলেন, ‘প্রতিবছর আমরা কিছুটা বিদেশি খেলোয়াড়ের ওপর নির্ভর করি। তারা যেহেতু আসা-যাওয়ায় থাকে, তাই সমন্বয়ের ঘাটতি তৈরি হয়। আমাদের লক্ষ্য, সাত-আটজন স্থানীয় খেলোয়াড় যেন জাতীয় দলে খেলার মানের মতো প্রস্তুত থাকে। স্থানীয়দের ওপর বেশি গুরুত্ব দিয়ে দলে সঠিক সমন্বয় নিশ্চিত করতে চাই।’

নিলামের শেষে রংপুর রাইডার্সের কাছে স্পষ্ট হয়ে গেছে, লিটন দাসের সাশ্রয়ী মূল্যে দলে থাকা কেবল লাভ নয়, বরং দলের ভবিষ্যতের রূপরেখা নিশ্চিত করেছে। অভিজ্ঞ নেতৃত্বের সঙ্গে স্থানীয় প্রতিভাদের মিশ্রণে দল আরও শক্তিশালী হয়েছে। যা তাদের লক্ষ্যকে আরও স্পষ্ট করে বিপিএলের মতো প্রতিযোগিতাপুর্ন মঞ্চে শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার জন্য।

Exit mobile version