ভারতের বিপক্ষে কানপুর টেস্টের পঞ্চম ও শেষ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে বাংলাদেশ। তবে দিনের শুরুতেই ২ রান করেই ফিরে গেলেন মুমিনুল। এ প্রতিবেদন খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ৭৫ রান।
বাংলাদেশ এখন ৩৫ রানে লিড পেয়েছে। সাদমান ইসলাম ৪২ ও নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে ক্রিজে আছেন। সাজঘরে ফিরেছেন জাকের হাসান ১০, হাসান মাহমুদ ৪ ও মুমিনুল হক ১৮ রানে।
এর আগে বাংলাদেশে নিজেদের প্রথম ইনিংসে ২৩৩ রান সংগ্রহ করে। জবাবে চতুর্থ দিনে ইতিহাসগড়া ইনিংসের সুবাদে মাত্র ৩৫ ওভার ব্যাট করেই প্রথম ইনিংসে ৫২ রানের লিড দাঁড় করায় ভারত।