অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ডের জন্য ছিল সিরিজ বাঁচানোর লড়াই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে লিয়াম লিভিংস্টোনের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ড ১৫ বল হাতে রেখে ৩২৮ রানের বিশাল লক্ষ্য টপকে জয় পায়। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকিয়ে ম্যাচ সেরা হয়ে উঠেন ইংলিশ অধিনায়ক লিভিংস্টোন।
ওয়ানডেতে ইংল্যান্ডের মূল দলে জায়গা পাকা করতে হলে লিভিংস্টোনের ভালো পারফর্ম করা প্রয়োজন ছিল। এবার সুযোগটা কাজে লাগিয়েছেন। ৮৫ বলে অপরাজিত ১২৪ রানের এই ইনিংসে ছিল ৯টি ছক্কা ও ৫টি চারের মার। ইনিংসের শুরুতে ধীরগতিতে খেললেও, পরের ২৮ বলে তোলেন ৭৮ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৩২৮ রান সংগ্রহ করে, যেখানে অধিনায়ক শাই হোপের সেঞ্চুরি দলের স্কোর বড় করতে বড় ভূমিকা রাখে। তবে ম্যাচ শেষে হোপের মন্তব্য ছিল, আউটফিল্ড ভালো না হলেও তাদের সংগ্রহ যথেষ্ট মনে হচ্ছিল।
ইংল্যান্ডের হয়ে ফিল সল্ট ও স্যাম কারেনও ফিফটি করেন, যা দলের জয়ে অবদান রাখে। তবে লিভিংস্টোনের ইনিংসই সবচেয়ে বেশি আলোচনার বিষয়। ম্যাচ শেষে লিভিংস্টোন জানান, “গ্রীষ্মের শেষে মনে হচ্ছিল আমি সেরাতেই ফিরেছি। পরিপক্ব হচ্ছি এবং খেলাটা আরও ভালোভাবে বুঝতে পারছি। খেলা উপভোগ করলেই আমি সাধারণত ভালো খেলি।”
এই জয়ে সিরিজে সমতা আনলো ইংল্যান্ড।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











