সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে মুলতানে টেস্টের প্রথম দিনেই শক্ত অবস্থানে পাকিস্তান। চার উইকেটে ৩২৮ রান নিয়ে প্রথম দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। ওপেনার আব্দুল্লাহ শফিকের পর অধিনায়ক শান মাসুদও সেঞ্চুরি করেছেন। সৌদ শাকিল ৩৫ ও নাইটওয়াচম্যান নাসিম শাহ শূন্য রান নিয়ে দ্বিতীয় দিন আবারও ব্যাটিংয়ে নামবেন।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ৮ রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান। ওপেনার সাইম আইয়ূব ব্যক্তিগত চার রানে আউট হন। ইনিংসের চতুর্থ ওভারেই গাউস অ্যাটকিনসনের বলে উইকেটরক্ষক জেমি স্মিথের হাতে ক্যাচ দেন।
দ্বিতীয় উইকেটে অধিনায়ক শান মাসুদের সাথে জমাট ব্যাটিং করে সেঞ্চুরি তুলে নেন আরেক ওপেনার আব্দুল্লাহ শফিক। গড়েন ২৫৩ রানের জুটি। অবশেষে অ্যাটকিনসনের বলেই আউট হন ১০২ রান করা শফিক। দলীয় ২৬১ রান দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান। ১৮৪ বলে ১০২ রান করা শফিকের ব্যাটে ছিলো চারটি বাউন্ডারি ও দুটি ছক্কার মার।
সঙ্গী হারানোর পর আউট হয়ে যান অধিনায়ক শান মাসুদও। দলীয় ২৬১ রানে দ্বিতীয় উইকেট হারানো পাকিস্তান ২৬৩ রানে তাদের তৃতীয় উইকেট হারায়। জ্যাক লিচের কাছে কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন ১৫১ রান করা শান মাসুদ।
টু-ডাউনে খেলতে নামা সাবেক অধিনায়ক বাবর আজম এবার জুটি গড়েন সৌদ শাকিলের সাথে। রানে ফেরার চেষ্টায় মরিয়া বাবার ইনিংসটাকে লম্বা করার সুযোগ পাননি। আউট হন ব্যক্তিগত ৩০ রানে।
দলীয় ৩২৪ রানে বাবর আউট হলে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। ৮৫তম ওভারে ক্রিস ওকসের বলে বাবরের আউটের পর নাইটওয়াচম্যান ব্যাটার হিসেবে খেলতে নামেন পেসার নাসিম শাহ। ওভারের বাকি তিন বল নাসিম শাহ মোকাবিলা করেন। দিনের শেষ ওভারটি নিরাপদেই পার করে দেন সৌদ শাকিল।