ঢাকা প্রিমিয়ার লিগে তৃতীয় রাউন্ডের খেলায় বড় জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার মিরপুরে শাইনকুপুর ক্রিকেট ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারায় রূপগঞ্জ। এ জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় রূপগঞ্জর।
এদিন মিরপুরে টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জের বোলিং তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় শাইনপুকুর ক্রিকেট ক্লাব। ব্যাটিংয়ে নেমে মাত্র ২৫.৫ ওভারে ৬৯ রানে গুটিয়ে যায় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ১৮ রান করেন মোমিনুল ইসলাম। এছাড়া নয়ন জামান ১৪ ও ফারজান আহমেদের ব্যাট থেকে আসে মাত্র ১০ রান। আর কোন ব্যাটার রূপগঞ্জের বোলারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি।
বল হাতে রূপগঞ্জের পক্ষে রেজাউর রাজা ও তানভির ইসলাম তিনটি করে উইকেট নেন। এছাড়া শেক মাহেদী হাসান নেন দুটি উইকেট। ৭০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে কোন উইকেট না হারিয়ে মাত্র ৯.৩ ওভারেই জয় তুলে নেয় রূপগঞ্জ। ওপেনার তানজিদ হাসান তামিম ২০ বলে ৩৫ ও সাইফ হাসান ৩৭ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন।
