নেদারল্যান্ডস ও এশিয়া কাপকে সামনে রেখে শুরু হয়েছে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অনুশীলন। বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। বিসিবির ঘোষিত দলে দলে না থাকলেও মুশফিক-মাহমুদউল্লাহ ছিলেন এই ক্যাম্পে। এদিন সকাল থেকে ফিটনেস ক্যাম্প শুরু হয়েছে বাংলাদেশের।
সকাল ৮টায় মিরপুর একাডেমি মাঠে ট্রেইনার নাথান কেলির অধীনে ফিটনেস ক্যাম্পে যোগ দেন ক্রিকেটাররা। প্রথমদিনের ক্যাম্পে যোগ দেন এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে থাকা অধিকাংশ ক্রিকেটার। অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের দলে থাকা ক্রিকেটারদেরও দেখা গেছে ফিটনেস ক্যাম্পে।
অনুশীলনে প্রাথমিক পর্যায়ে ক্রিকেটাররা ফিটনেস নিয়ে কাজ করবেন। এরপর স্কিল ট্রেনিং। ঢাকায় কয়েকদিন অনুশীলনের পর দল পরবর্তী প্রস্তুতি পর্বের জন্য সিলেটে যাবে। এশিয়া কাপে খেলতে যাওয়ার আগে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজ শেষ হওয়ার পর আবুধাবি এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে টাইগাররা।
লিটন দাসের দলের প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলংকা ও হংকং। এশিয়া কাপ থেকে ফিরে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি হোম সিরিজ খেলতে হতে পারে। তবে এই সিরিজ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। অক্টোবরে বাংলাদেশে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















