শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানালেন মাশরাফি-সাকিবদের স্যার-কোচ ফাহিম

এবার শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উত্তাল সারা দেশ। ছাত্রদের সাথে প্রতিবাদে রাস্তায় নামছেন বিভিন্ন অঙ্গনের মানুষও। এবার সেই তালিকায় এবার যুক্ত হলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপির কোচ নাজমুল আবেদীন ফাহিম।

চলমান এই পরিস্থিতি অহিংস উপায়ে সমাধান করা যেত বলেও মনে করেন তিনি। একইসঙ্গে কোনো ধরনের দমন-পীড়ন কাম্য নয় বলেও জানান। শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে (শুক্রবার) রাস্তায় দেখা যায় দেশের জনপ্রিয় কোচ ফাহিমকে।

এ সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘একটা অহিংস এবং নৈতিক একটা দাবি আমাদের সাধারণ ছাত্রদের। যেটা সহজেই সমাধান করা যেত, সেটাকে যেভাবে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হলো সেটা গ্রহণযোগ্য না। আমরা যত মৃত্যু দেখেছি যত অত্যাচার দেখেছি ছাত্র ও সাধারণ মানুষের ওপর, সেটা একটা স্বাধীন দেশে গ্রহণযোগ্য না।’

এছাড়া তিনি বলেন,‘আমি নিশ্চিত যে আমরা এজন্য দেশ স্বাধীন হইনি। সেজন্য এখানে আসা, আমি এ আন্দোলনের প্রথম থেকেই ওদের পাশে ছিলাম। আজ মাঠে এসেছি ওদের পাশে এসে দাঁড়িয়েছি। আমার মনে হয় পাশে এসে দাঁড়ানোর সময় হয়েছে এবং ওদের পাশে দাঁড়ালে ওদের শক্তি বাড়বে। ওরা হয়তো আরও নিশ্চিন্তবোধ করবে।’

Exit mobile version