শেষ চার ওভারে বাংলাদেশের প্রয়োজন ৫৬ রান। ১৯, ১০, ১৫ তিন ওভারে ৪৪ রানের পর শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের দরকার ছিলো ১২ রান। কিন্তু দাশুন শানাকার করা ওভারটিতে রিশাদ হোসেন ও জাকের আলী অনিকের আউটের পরও ৮ রান নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ দলকে। আর হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচ ৩ রানে জিতে নিয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারী শ্রীলঙ্কা।
এই ম্যাচে বাংলাদেশে বড় প্রাপ্তি হতে পারে অনিকের লড়াকু ৩৪ বলে করা ৬৮ রান। এর আগে মাহমুদুল্লাহ তার ৭ম টি-টোয়েন্টি হাফসেঞ্চুরি করে আউট হয়েছেন ৫৪ রান করে।
এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে আলো কেড়ে নেয়া জাকের আলী অনিককে শ্রীলঙ্কা সিরিজের জন্য নির্বাচন না করায় তীর্যক মন্তব্য করেছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন। শেষ পর্যন্ত কুমিল্লারই স্পিনার আলিস আল ইসলাম ইনজুরিতে পড়ায় অনিককে দলে নেয়া হয়। এবং আস্থার শতভাগ প্রতিদান দিলেন অনিক। দু:খ থাকবে ম্যাচটা জিতে না আসায়।