অবশেষে শেষ ম্যাচেও হারলো ওয়েস্ট ইন্ডিজ । ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচেও জয় পেয়েছে নিউজিল্যান্ড। বৃহষ্পতিবার ডুনেডিনে অনুষ্ঠিত ম্যাচে কিউইরা ৮ উইকেটে হারিয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে। প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৮.৪ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ১৪০ রান করে। জবাবে নিউজিল্যান্ড ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয়। এ জয়ের ফলে নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেল। একটা ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়।
দূর্ভাগ্য ওয়েস্ট ইন্ডিজের। জয়ে সিরিজ শুরু হয়েছিল তাদের। কিন্তু প্রথম জয়ই তাদের শেষ জয় হয়ে থাকলো। প্রথম ম্যাচের পর আর তারা জয়ের দেখা পায়নি।
আজকের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সব ব্যাটারই ব্যর্থ ছিল। ইনিংসের শুরু থেকে কিউই বোলাররা সফরকারী ব্যাটারদের চেপে ধরেছিলেন। ২১ রানেই তারা হারায় ৪ উইকেট। এই চার উইকেটের তিনটিই নেন জ্যাকব ডাফি। শেষ পর্যন্ত তার শিকার সংখ্যা চার। শেষ দিকে রোমারিও শেফার্ড ২২ বলে ৩৬ রানের ইনিংসটি না খেলতে পারলে ওয়েস্ট ইন্ডিজের আরো আগেভাগে গুটিয়ে যেত।
নিউজিল্যান্ডকে অবশ্য জয় পেতে তেমন কোনো দুঃশ্চিন্তা করতে হয়নি। দুই ওপেনারের চমৎকার ব্যাটিং তাদের জয়ের পথ সুগম করে দেয়। বিশেষ করে টিম রবিনসন ঝড়ো ব্যাটিং করেছেন। মাত্র ২৪ বলে ৪৫ রান করেছেন। অন্য ওপেনার ডেভন কনওয়ে ৪২ বলে ৪৭ রানে অপরাজিত থাকেন।
জ্যাকব ডাফি ম্যাচ সেরা হন। সিরিজ সেরাও তিনি।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩













