পরাজয় দিয়ে শুরু করে তুমুল সমালোচনার মুখে পড়া বিশ্বচ্যাম্পিয়ন ভারত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে জিম্বাবুয়েকে হারালো ৪-১ ব্যবধানে। ৫ম ও শেষ ম্যাচে ৪২ রানে জয় পায় ভারতীয় দল। হারারে স্পোর্টস ক্লাবে টস হেরে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৭ রানের সংগ্রহ পায় শুভমান গিলের দল। জবাবে ১৮ ওভার তিন বলে ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে।
দলীয় ৪০ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে ভারতীয় দল। আউট হন যশস্বী জয়সওয়াল, অভিষেক শর্মা ও অধিনায়ক শুভমান গিল। চতুর্থ উইকেটে প্রতিরোধ গড়েন সানজু স্যামসন ও রিয়ান পরাগ। পরাগ মূলত উইকেট আকড়ে ছিলেন। স্ট্রাইক নিয়ে রান তোলায় মনোযোগী ছিলেন সানজু।
দলের চতুর্থ ব্যাটার হিসেবে ২৪ বলে রিয়ান পরাগ ফিরে যাওয়ার সময় ভারতের সংগ্রহ ছিলো ১০৫ রান। দলীয় ১৩৫ রানে আউট হন সানজু ব্যক্তিগত ৫৮ রান নিয়ে। শিবম দুবে ১২ বলে ২৬ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় সংগ্রহকে ১৬৭ রানে নিয়ে যেতে ভূমিকা রাখেন।
জিম্বাবুয়ের পক্ষে ব্লেসিং মুজরাবানি ১৯ রানে দুই উইকেট তুলে নেন।
জবাবে খেলতে নেমে ভারতীয় বোলারদের দাপুটে বোলিংয়ে ৯ বল বাকি থাকতেই ১২৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক জিম্বাবুয়ে দল। ভারতের পক্ষে মুকেশ কুমার তিন ওভার তিন বল করে ২২ রান দিয়ে চার উইকেট তুলে নিয়েছেন। এছাড়া চার ওভারে ২৫ রান দিয়ে দুই উইকেট পেয়েছেন ম্যাচসেরা শিবম দুবে।