অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ ক্রিকেটে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে তারা শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। ৬০ রানে জয় পেয়েছে ভারত। প্রথমে ব্যাট করে ভারত ৯ উইকেটে ১১৮ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা সমান উইকেট হারিয়ে ৫৮ রান করতে সমর্থ হয়।
গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে উভয় দলই জয় পেয়েছিল। ফলে শেষ ম্যাচটি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে পরিণত হয়েছিল। কিন্তু লড়াইয়ে লঙ্কার ব্যাটারদের জন্য আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিল ভারতীয় বোলাররা। যার ফলে তাদের কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি। রাশমিকা ছাড়া অন্য কোনো ব্যাটার ব্যক্তিগত সংগ্রহকে দুই অংকে নিতে পারেননি। দলীয় ১২ রানের মধ্যে শ্রীলঙ্কার অর্ধেক ব্যাটার ক্রিজ থেকে ঘুরে চলে আসেন।
ভারতের কোনো বোলার যে এককভাবে আধিপত্য করেছেন তা নয়। শবনম শাকিল, ভিজে জোসিথা ও পূর্নিমা সিসোদিয়া দুটি করে উইকেট পেয়েছেন।
এর আগে ভারতীয় ব্যাটাররা যে খুব স্বস্তিতে ছিলেন তা নয়। তবে ব্যতিক্রম ছিলেন ওপেনার গঙ্গাদি তৃষা। অন্য ব্যাটারদের ব্যর্থতা একাই ঢেকে দিয়েছেন। ৪৪ বলে ৪৯ রান করেন তিনি। তার এ ইনিংসের ওপর ভর করে ভারত ১১৮ রান করে। শ্রীলঙ্কার বোলাররাও উইকেট ভাগাভাগি করে শিকার করেছেন। প্রামুদি, লিমানসা ও আসেনি থালাগুনে দুটি করে উইকেট নেন।