শ্রীলঙ্কাকে উড়িয়ে শীর্ষে জিম্বাবুয়ে

ত্রিদেশীয় টি-টোয়েন্টি

ব্যাটিংয়ে সিকান্দার রাজা

পাকিস্তানের বিপক্ষে হারলেও ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের দেখা পেয়েছে জিম্বাবুয়ে। বৃহষ্পতিবার রাওয়ালপিণ্ডিতে অনুষ্ঠিত ম্যাচে তারা শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে। জয় পেয়েছে ৬৭ রানে। আগে ব্যাট করে জিম্বাবুয়ে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করেছিল। জবাবে শ্রীলঙ্কা ২০ ওভারে সব উইকেট হারিয়ে ৯৫ রান করে।

পাকিস্তানে চলমান টি-টোয়েন্টি সিরিজে এ জয় দিয়ে জিম্বাবুয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে। দুই ম্যাচ থেকে তাদের পয়েন্ট ২। সমান পয়েন্ট নিয়ে স্বাগতিক পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে শ্রীলঙ্কার ভান্ডার এখনো শূন্য। শেষ দুটো দল একটি করে ম্যাচ খেলেছে।

প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে দারুণ লড়াই করেছিল। ১৪৭ রান করে স্বাগতিক দলের বিপক্ষে ৫ উইকেটে হেরেছিল দলটি। এদিন অবশ্য কোনো ভুল করেনি। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল তাদের। বিশেষ করে ওপেনার ব্রায়ান বেনেট এবং অধিনায়ক সিকান্দার রাজার চমৎকার ব্যাটিং জিম্বাবুয়ে শক্ত স্থানে পৌঁছে দেয়। বেনেট ৪৯ রান করেন ৪২ বলে। পাঁচটি বাউন্ডারির পাশাপাশি একটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তার ইনিংস।

সিকান্দার রাজা খেলেছেন ৩২ বলে ৪৭ রানের ইনিংস। তিন বাউন্ডারি ও দুটো ওভার বাউন্ডারি ছিল তার ইনিংসে। জবাবে শ্রীলঙ্কার ইনিংস ছিল একেবারে নড়বড়ে। স্কোর বোর্ডে ২৯ রান জমা হতেই তাদের চার ব্যাটার ফিরে যান। অধিনায়ক দাসুন শানাকা একটু লড়াই করেছেন। ৩৪ রান সংগ্রহ তার। ভানুকা রাজাপাক্ষে তাকে কিছু সময়ের জন্য সঙ্গ দেন। তার সংগ্রহ ১১ রান। জিম্বাবুয়ে বোলারদের সামনে শ্রীলঙ্কার ব্যাটাররা এতটাই অসহায় ছিলেন যে, মাত্র এই দুই ব্যাটার নিজেদের রানকে দুই অংকে নিতে সমর্থ হন।

জিম্বাবুয়ের কোনো বোলারকে লঙ্কার ব্যাটাররা হতাশ করেননি। যিনি বল হাতে নিয়েছেন তিনিই উইকেট পেয়েছেন। ব্রাড ইভান্স ছিলেন সফল বোলার। ৪ ওভারে ৯ রানে ৩ উইকেট তার। অধিনায়ক সিকান্দার রাজা ৪৭ রানে পাশাপাশি এক উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন।

শনিবার শ্রীলঙ্কা নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে। এ ম্যাচে তাদের প্রতিপক্ষ পাকিস্তান।

Exit mobile version