এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কাকে ১৭০ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। এই ম্যাচের অংশ হয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দলও। অর্থাৎ এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে শ্রীলঙ্কার সঙ্গী হিসেবে গ্রুপ ফোরের টিকিট পাবে বাংলাদেশও। কিন্তু হেরে গেলে বিদায় নিতে হবে গ্রুপ পর্বে। আবার লঙ্কানরা যদি ১০০ রানের কম করে হেরে যায় তবে আফগানদের সঙ্গী হয়ে শেষ চারে বাংলাদেশও খেলার ছাড়পত্র পাবে। সেক্ষেত্রে গ্রুপ থেকেই বিদায় হবে শ্রীলঙ্কার।
আবু ধাবীর জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মোহাম্মদ নবীর ব্যাটিং তান্ডবে শেষ দুই ওভারে ৪৯ রান তুলে নেয় আফগানিস্তান। ফলে ১৮ ওভার শেষে দলটার রান ছিলো যেখানে ৭ উইকেটে ১২০ সেখানে নির্ধারিত ২০ ওভার শেষে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১৬৯।
এবারের এশিয়া কাপের ‘বি-গ্রুপে’ খেলছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ও হংকং।
নিজেদের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে লঙ্কানদের সুপার ফোর বলা যায় নিশ্চিত। বাংলাদেশও জয় পেয়েছে দু’টি। অবশ্য খেলেছে তিন ম্যাচ। অন্যদিকে আফগানরা প্রথম দুই ম্যাচে একটি করে জয় ও পরাজয় নিয়ে টেবিলে বাংলাদেশের পরেই আছে। অবশ্য রানরেটে তারা সবার চেয়ে এগিয়ে। ফলে সমীকরণটা কঠিন হয়ে যায় বাংলাদেশের জন্য। কেননা লঙ্কানরা যদি এই ম্যাচে হেরে যায় তবে রানরেটে বাংলাদেশ গ্রুপেই বাদ পড়বে।
গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি আফগানিস্তান। টপ অর্ডারের কেউই বড় ইনিংস খেলতে পারেন নি। কিন্তু শেষ দুই ওভারে লঙ্কান বোলারদের ওপর ঝড় বইয়ে দেন মোহাম্মদ নবী।
