একদিন হাতে রেখেই সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্ট ৫ উইকেটে জিতে নিলো ইংল্যান্ড। প্রথম ইনিংসে ১২২ রানে লিড পাওয়া ইংল্যান্ড জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ২০৫ রানের টার্গেট পায়। ৫ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্য পূরণ করে নেয় স্বাগতিক দল। ২৯ আগস্ট লর্ডসে শুরু হবে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট।
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে তৃতীয় দিন শেষেও তুলনামূলক ভালো অবস্থায় ছিলো শ্রীলঙ্কা। ৬ উইকেটে ২০৪ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটার দীনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস। চান্ডিমাল ২০ ও মেন্ডিস ৫৬ রান নিয়ে আবারও ব্যাটিংয়ে নামেন।
মূলত এদের ওপরই নির্ভর করছিলো লঙ্কানদের আশা ভরসা। তারা সেটি পূরণও করেছেন। চান্ডিমাল ৭৯ রানে আউট হলেও দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন মেন্ডিস। কিন্তু দলের অন্য ব্যাটাররা আর প্রত্যাশা পূরণ করতে পারেননি। ফলে ৩২৬ রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয় শ্রীলঙ্কাকে।
প্রথম ইনিংসে লঙ্কানদের ২৩৬ রানের জবাবে ইংল্যান্ড ৩৫৮ রান করলে ১২২ রানে পিছিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে সফরকারীরা ৩২৬ রান করলে ইংল্যান্ডের সামনে টার্গেট দাঁড়ায় ২০৫ রান।
জো রুটের অপরাজিত ৬২ রানের সুবাদেই সহজ্যেই তা টপকে যায় অলি পোপের দল। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন ইংল্যান্ডের উইকেটরক্ষক-ব্যাটার জেমি স্মিথ। প্রথম ইনিংসে ১১১ রান করা জেমি দ্বিতীয় ইনিংসে করেন ৩৯ রান।