পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শ্রীলঙ্কা গেলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। দুই ম্যাচের টেস্ট সিরিজের পর যথাক্রমে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।
আগামী ১৭ জুন গল টেস্ট দিয়ে শুরু হবে মাঠের লড়াই। লাল বলের লড়াইয়ে অংশ নিতে আজ বৃহস্পতিবার (১২ জুন) প্রথম দফায় গেলেন ১০ ক্রিকেটার। বিকেলেই শ্রীলঙ্কায় পৌঁছান ক্রিকেটাররা।

দেশ ছাড়ার আগে ঈদুল আজহার ছুটি কাটিয়ে গত ৯ জুন অনুশীলনে ফেরেন ক্রিকেটাররা। ৯ ও ১০ জুন দুই দিনের অনুশীলনের পর ১১ ও ১২ জুন দুই দিনের একটি অনুশীলন ম্যাচে অংশ নেয় বাংলাদেশ দল।
এর আগে টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছিলো বিসিবি। ইনজুরি কাটিয়ে প্রায় দুই বছর পর দলে জায়গা করে নেন স্যালুট ম্যানখ্যাত পেসার এবাদত হোসেন। অধিনায়ক হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত।
১৭ জুন গল টেস্ট দিয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর শুরু হবে। এরপর কলম্বোয় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৫ জুন।
১ম টেস্ট, ১৭-২১ জুন – গল – সকাল ১০টা থেকে
২য় টেস্ট, ২৫-২৯ জুন – কলম্বো – সকাল ১০ টা থেকে
১ম ওয়ানডে, ২ জুলাই – কলম্বো – বিকাল ৩টা থেকে
২য় ওয়ানডে, ৫ জুলাই – কলম্বো – বিকাল ৩টা থেকে
৩য় ওয়ানডে, ৮ জুলাই – পাল্লেকেলে – বিকাল ৩টা থেকে
১ম টি-টোয়েন্টি, ১০ জুলাই – পাল্লেকেলে – রাত ৮টা
২য় টি-টোয়েন্টি, ১৩ জুলাই – ডাম্বুলা – রাত ৮টা
৩য় টি-টোয়েন্টি, ১৬ জুরাই – কলম্বো – রাত ৮টা
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াড :
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, এবাদত হোসেন চৌধুরী, হাসান মাহমুদ, নাহিদ রানা, খালেদ আহমেদ।