মাত্র ছয় মাস আগেই দায়িত্ব নিয়েছেন শ্রীলঙ্কার টি–টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে। সেই ওয়ানিন্দু হাসারাঙ্গা শ্রীলঙ্কার টি–টোয়েন্টি নেতৃত্ব ছেড়েছেন।
তবে পদত্যাগের সুনির্দিষ্ট কোনো কারণ জানাননি ২৬ বছর বয়সী এই অলরাউন্ডার। অবশ্য শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের দেওয়া বিবৃতিতে তারা জানিয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের বৃহত্তর স্বার্থে’র জন্যই অধিনায়কত্ব ছেড়েছেন হাসারাঙ্গা।
হাসারাঙ্গার নেতৃত্বে ছয় মাসে ১০টি টি–টোয়েন্টি খেলেছে শ্রীলঙ্কা। যার মধ্যে আছে সদ্য সমাপ্ত টি–টোয়েন্টি বিশ্বকাপও।