শ্রীলঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ের ঐতিহাসিক জয়, রাজার হাতে রেকর্ড

হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে অসাধারণ এক জয় পেয়ে ইতিহাস গড়ল জিম্বাবুয়ে। টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে, মাত্র ৮০ রানে লঙ্কানদের অলআউট করে সিকান্দার রাজার দল তুলে নিয়েছে এক সহজ জয়। ৮১ রানের লক্ষ্য তারা পূর্ণ করেছে ৩৪ বল ও ৫ উইকেট হাতে রেখে। এ জয়ের মাধ্যমে একাধিক রেকর্ডও নিজের করে নিল স্বাগতিকরা।

টি-টোয়েন্টি ফরম্যাটে শ্রীলঙ্কার বিপক্ষে এটি জিম্বাবুয়ের দ্বিতীয় জয়। প্রথমটি এসেছিল চলতি বছরের জানুয়ারিতে কলম্বোতে ১৭৪ রান তাড়া করে। তবে এবার ব্যবধান আরও বড়—উইকেটের হিসেবে মুখোমুখি লড়াইয়ে দ্বিতীয় সর্বোচ্চ এবং বল হাতে রেখে জয়ের দিক থেকেও দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড গড়ল তারা।

ম্যাচে শ্রীলঙ্কার ব্যাটাররা পুরোপুরি ব্যর্থ হন। ওপেনার কুশল মেন্ডিস শুরুতেই বিদায় নেন, এরপর নিয়মিত বিরতিতে ধসে পড়ে ইনিংস। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্ক ছুঁতে পারেন। সর্বোচ্চ ২০ রান করেন কামিল মিশারা, আর অধিনায়ক চারিথ আসালাঙ্কার ব্যাট থেকে আসে ১৮ রান।

জিম্বাবুয়ের বোলাররা ছিলেন দুর্দান্ত। ব্র্যাড ইভান্স ৩ উইকেট নেন মাত্র ১৫ রানে, অধিনায়ক সিকান্দার রাজা তুলে নেন সমান ৩ উইকেট ১১ রানে। ব্লেসিং মুজারাবানি যোগ করেন আরও ২ উইকেট।

রান তাড়ায় অবশ্য কিছুটা চাপের মুখে পড়ে জিম্বাবুয়ে। দুশমন্থ চামিরা প্রথম স্পেলে ২৭ রানের মধ্যে ৩ উইকেট তুলে নিয়ে লড়াই ফেরানোর চেষ্টা করেন। কিন্তু রায়ান বার্লের (অপরাজিত ২০) সঙ্গে তাশিঙ্গা মুসেকিওয়ার (১৪ বলে ২১) ঝড়ো ব্যাটিং জয় নিশ্চিত করে ফেলে। চামিরা ৪ ওভারে ১৯ রানে ৩ উইকেট নিলেও তা বৃথা যায় শ্রীলঙ্কার অল্প রানের সংগ্রহে।

এই হারে টুর্নামেন্টে বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা। সরাসরি এশিয়া কাপে যোগ দেওয়ার আগে এমন ব্যর্থতা লঙ্কানদের জন্য অশনি সংকেত হিসেবেই ধরা দিচ্ছে।

Exit mobile version