চলতি মাসে ইংল্যান্ড সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলবে সফরকারী শ্রীলঙ্কা। যার প্রতিটিই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজের জন্য লঙ্কানদের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে ইংল্যান্ডের সাবেক তারকা ব্যাটার ইয়ান বেলকে। তিনি শ্রীলঙ্কা দলের সঙ্গে যোগ দিবেন আগামী শুক্রবার।
ইয়ান বেল ইংল্যান্ড জাতীয় দলের হয়ে ২০০৪ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন। যেখানে ১১৮ টেস্টে ৪২.৬৯ গড়ে তিনি রান করেছেন মোট ৭৭২৭। এর মধ্যে রয়েছে ২২টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি।
বর্তমানে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের ৪ নম্বরে আছে শ্রীলঙ্কা। অন্যদিকে ইংল্যান্ডের অবস্থান ৬ নম্বরে।