আবারও চোট আক্রান্ত হয়েছেন ইংলিশ টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস। গতকাল রাতে দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ম্যাচে নর্দার্ন সুপারচার্জার্সের ব্যাটিংয়ের সময় চোট নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে।
ফলে আগামী ২১ আগস্ট থেকে শুরু শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অনিশ্চিত তিনি। ওল্ড ট্রাফোর্ডে ৭ উইকেটে জেতা ম্যাচের পর সুপারচার্জার্স অধিনায়ক হ্যারি ব্রুক বলেছেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এটা সুবিধার মনে হচ্ছে না। আমার মনে হয় সে কাল স্ক্যান করাবে। এরপর আমরা দেখব তার কী অবস্থা।’