সকালেই তিন উইকেট নেই বাংলাদেশের

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে স্বাগতিক বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয় বাংলাদেশ।

তবে রোমাঞ্চকর এই টেস্ট টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। দিনের শুরুতেই শুন্য রানে বিদায় নেন সাদমান ইসলাম।

ইনিংসের দ্বিতীয় ওভারে উইয়ান মুল্ডারের বলে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। চতুর্থ ওভারে উইয়ান মুল্ডারের বলে মাত্র ৪ রান করে সাজঘরে ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক। শুরুতেই দুই উইকেট হারিয়ে চাপে থাকা বাংলাদেশের চাপ বাড়ান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ওয়ানডাউনে ব্যাটিংয়ে নেমে ৭ বলে মাত্র ৭ রান করে উইয়ান মুল্ডালের বলে ক্যাচ দেন শান্ত। বাংলাদেশের দলীয় রান তখন ৩.৩ ওভারে ২১। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওপেনার মাহমুদুল হাসান জয় ১২ ও মুশফিকুর রহিম ২ রান নিয়ে ক্রিজে আছেন।

এই টেস্টে বাংলাদেশের একাদশে অভিষেক হয়েছে জাকের আলী অনিকের। মিরপুর শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল ১০টায়।
বাংলাদেশ একাদশঃ সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী, নাঈম হাসান, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।

দক্ষিণ আফ্রিকা একাদশঃ টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।

Exit mobile version