এশিয়া কাপ ২০২৫ কে সামনে রেখে আজ (শুক্রবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (২৩ আগষ্ট) ছিল এসিসির কাছে দল জমা দেওয়ার শেষ দিন। দীর্ঘ ৩ বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান।
এ ছাড়া প্রায় দুই বছর পর জাতীয় দলে ডাক পেয়েছেন ডানহাতি ব্যাটার সাইফ হাসান। বলা চলে ঘোষিত স্কোয়াডের সবচেয়ে বড় চমক এই ওপেনার। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করেই জায়গা করে নিয়েছেন সোহান। প্রায় সব আসরেই ধারাবাহিকভাবে ব্যাট হাতে নিজেকে প্রমাণ করে এসেছেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলছেন সোহান। জাতীয় দলে ফেরার খবর জানার পর ক্ষুদে বার্তায় ঢাকা পোস্টকে জানিয়েছেন নিজের সংক্ষিপ্ত অনুভূতি। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেছেন, ‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’
প্রসঙ্গত, ২০২৩ সালের ডিসেম্বরের পর জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি সোহানকে। তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে ধারাবাহিক পারফর্ম করার পাশাপাশি বিভিন্ন দলের নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন ৩১ বছর বয়সী এই ক্রিকেটার। সবশেষ ২০২৩ সালে আন্তর্জাতিক ওয়ানডে ও টেস্ট খেলেছিলেন তিনি। এরপর আর জাতীয় দলের সুযোগ পাননি। অবশেষে এশিয়া কাপ দিয়েই পূর্ণ হলো তার ফেরার স্বপ্ন।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















