সবাইকে ছাপিয়ে গেলেন আনচেলোত্তি

শিরোপা হাতে আনচেলোত্তি

রিয়াল মাদ্রিদের হয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ জয়ের মাঝ দিয়ে অনন্য এক কীর্তি গড়েছেন কোচ কার্লো আনচেলোত্তি। বুধবার রাতে মেক্সিকোর পাচুকা ক্লাবকে হারিয়ে ক্লাব ফুটবলের ইতিহাসে আনচেলোত্তি ১৫তম ট্রফির দেখা পেয়েছেন। এর মাঝ দিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে সবচেয়ে বেশি ট্রফি জয়ের কীর্তি গড়েছেন আনচেলোত্তি। গত আগষ্টে আতালান্তাকে হারিয়ে ইউরোপিয়ান সুপার কাপ জয়ের মাঝ দিয়ে আনচেলোত্তি সাবেক কোচ মিগুয়েল মুনোজের পাশে বসেছিলেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন।

বিশ্ব ফুটবলে ৬৫ বছর বয়সী আনচেলোত্তি সবচেয়ে নামী কোচ। জিনেদিন জিদানের বিদায়ের পর তিন বছর আগে আনচেলোত্তি রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেন। দ্বিতীয়বারের মতো দায়িত্ব নিয়ে আনচেলোত্তি বুঝতে পারেন, তার একমাত্র লক্ষ্য হতে হবে ট্রফি জয়। আনচেলোত্তিও তার সমর্থকদের হতাশ করেননি।

আনচেলোত্তি হচ্ছেন প্রথম কোচ যিনি পাঁচটি শীর্ষ লিগের সবকটিতে শিরোপা জয়ের কীর্তি গড়েছেন। ইংল্যান্ড, ইতালি, জার্মানি, স্পেন ও ফ্রান্স- সব লিগেই তিনি শিরোপা জয় করেছেন।

দুই মেয়াদে রিয়াল মাদ্রিদের হয়ে দায়িত্ব পালন করে ক্লাবকে এনে দিয়েছেন তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি কোপা দেল রে, দুটি স্প্যানিশ সুপার কাপ, তিনটি উয়েফা সুপার কাপ, দুটি ক্লাব বিশ্ব কাপের পাশাপাশি এবার জয় করলেন ইন্টারকন্টিনেন্টাল কাপ।

Exit mobile version