পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রত্যাবর্তন ঘটিয়েছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন পর মাঠে ফিরলেও পারফরম্যান্স ছিল অনেকটাই নিষ্প্রভ। তিন ম্যাচে মাত্র এক উইকেট, ব্যাট হাতে শূন্য রান। তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়ে দিয়েছে—জাতীয় দলের দরজা এখনো খোলা রয়েছে এই অভিজ্ঞ অলরাউন্ডারের জন্য।
সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে সাকিব দেশে ফেরেননি। ক্ষমতাচ্যুত রাজনৈতিক দলের সংসদ সদস্য হিসেবে তার মাঠে না ফেরা ঘিরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়েই ক্যারিয়ার শেষ করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেটাও হয়ে ওঠেনি।
তবে গতকাল (২৭ মে) বিসিবি পরিচালক ইফতেখার রহমান সংবাদ সম্মেলনে বলেন, “সাকিব সব সময় নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের বিবেচনায় থাকবে। সে একজন বিশ্বমানের ক্রিকেটার এবং জাতীয় দলের জন্য এখনো বড় সম্পদ।”
তিনি আরও বলেন, “সাকিব বোলিং অ্যাকশন সংশোধন করে ফিরেছে। সামনে আরও কয়েকটি ম্যাচ খেললে তার ফর্ম ও প্রস্তুতির বিষয়টি বোঝা যাবে। তখনই সিদ্ধান্ত নেওয়া হবে জাতীয় দলে ফিরবে কি না।”
এদিকে বাংলাদেশ দলও কঠিন সময় পার করছে। সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারের পর পাকিস্তানের মাটিতে নতুন চ্যালেঞ্জ। দলের সিনিয়র চার খেলোয়াড়—সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহকে ছাড়াই খেলছে দলটি।
ইফতেখার রহমান মনে করেন, “তরুণদের প্রতিভা আছে, কিন্তু সময় ও অভিজ্ঞতার ঘাটতি তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। এখন শুধু উন্নতির দিকেই যেতে পারবে বাংলাদেশ।”
