দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ। ১১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে পাকিস্তান। দুই ওপেনার সাহেবজাদা ফারহান ও সায়েম আইয়ুব ক্রিজে। তাদের চমৎকার ব্যাটিংয়ে পাকিস্তান জয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাদের চার ছয়ে পাকিস্তানের রান বাড়ছে দ্রুত গতিতে। রান হলেও সমর্থক উচ্ছ্বাস প্রকাশ করছে ঠিকই, কিন্তু তাদের কারো মুখে দুই ব্যাটারের প্রশংসা নেই। বরং তারা ক্রিজের বাইরে থাকা, ব্যাটিংয়ের অপেক্ষায় থাকা অন্য এক ব্যাটারের নাম ধরে অনবরত চিৎকার করে যাচ্ছে। সেই ব্যাটারের নাম বাবর আজম।
প্রথম ম্যাচে বাবর আজম ক্রিজে নেমেছিলেন, কিন্তু রানের দেখা পাননি। রান করার আগেই আউট হয়েছেন। দল হেরেছিল। সতীর্থদের ব্যর্থতার মাঝে তার ব্যাটের দিকে তাকিয়ে ছিল সমর্থকরা। কিন্তু সে ম্যাচে ব্যর্থ হলেও এ ম্যাচে সফল বাবর।খুব বেশি যে রান করেছেন তা নয়, মাত্র ১১। অপরাজিত থেকে ক্রিজে ছেড়েছেন। আর তাতেই সমর্থকদের আশা, প্রত্যাশা, স্বপ্ন- যাই বলা হোক না কেন সবই পূরণ করেছেন। টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি রানের অধিকারী এখন তিনি। ১৩০ ম্যাচে তার রান ৪২৩৪।
এতদিন এই কীর্তিটা ভারতের রোহিত শর্মার দখলে ছিল। ১৫১ম্যাচে ৪২৩১ রান নিয়ে সবার উপরে ছিলেন তিনি। সিরিজ শুরুর আগে কীর্তিটা নিজের করে নিতে বাবর আজমের দরকার ছিল মাত্র ৯ রানের। কিন্তু প্রথম ম্যাচে ব্যর্থ হলেও দ্বিতীয় ম্যাচে ঠিকই কীর্তিটা নিজের করে নিয়েছেন। ৪১৮৮ রান নিয়ে তৃতীয় স্থানে আরেক ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। এই তিন ব্যাটার চার সহস্রাধিক রান করেছেন।
বাবর আজম এই রান করতে তিনটি সেঞ্চুরি করেছেন। হাফ সেঞ্চুরি করেছেন ৩৬টি। সর্বোচ্চ রানের ইনিংস ১২২। বাউন্ডারি মেরেছেন ৪৪৮টি। আর ওভার বাউন্ডারির সংখ্যা মাত্র ৭৩টি।
