আইসিসি র‍্যাংকিংয়ে , টি-টোয়েন্টিতে সেরা অলরাউন্ডার সাইম আয়ুব

সাইম আয়ুব

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ পুরুষদের প্লেয়ার র‍্যাংকিংয়ে তিন ফরম্যাটেই বড়সড় পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাইম আয়ুব , ওয়ানডেতে ভারতের বিরাট কোহলি এবং টেস্টে দক্ষিণ আফ্রিকার মার্কো জানসেন ছিলেন প্রধান আলোচনায়।

টি-টোয়েন্টি অলরাউন্ডার তালিকায় এক নম্বর জায়গা আবারও ফিরে পেয়েছেন সাইম আয়ুব। শ্রীলংকার বিপক্ষে ট্রাই সিরিজের ফাইনালে ১৭ রানে এক উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৬ রান করে তিনি পৌঁছেছেন ক্যারিয়ার সেরা ২৯৫ রেটিং পয়েন্টে, যা তাঁকে জিম্বাবুয়ের সিকান্দার রাজাকে ছাড়িয়ে আবার শীর্ষে তুলেছে। একইসঙ্গে বোলিং র‍্যাংকিংয়ে তিনি ১২ ধাপ এগিয়ে ৩৯তম এবং ব্যাটিংয়ে দুই ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।

টি-টোয়েন্টি ব্যাটিং

তালিকার সবচেয়ে বড় অগ্রগতি শ্রীলংকার কামিল মিশারার। পাকিস্তানের বিপক্ষে টানা ৭৬ ও ৫৯ রানের ইনিংস খেলে তিনি এক লাফে ৯১ ধাপ এগিয়ে এখন বিশ্বের ১৮তম ব্যাটসম্যান। তাঁর সতীর্থ কুসল মেন্ডিসও দুই ধাপ এগিয়ে ২০তম স্থানে। বাংলাদেশের পারভেজ হোসেন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে ৪৩ ও অপরাজিত ৩৩ রানের ইনিংসে ২১ ধাপ উন্নতি করে উঠে এসেছেন ৩৮তম স্থানে।

পাকিস্তানের আরেক উজ্জ্বল পারফরমার আব্রার আহমেদ বোলারদের তালিকায় উঠেছেন চতুর্থ স্থানে। ট্রাই সিরিজের সেরা খেলোয়াড় মোহাম্মদ নবাজও ক্যারিয়ার-সেরা ১১তম স্থানে অবস্থান করছেন।

ওয়ানডে ব্যাটিং র‍্যাংকিংয়ে আবারও আলো ছড়িয়েছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাঁচির প্রথম ওয়ানডেতে তাঁর ১৩৫ রানের ইনিংস তাঁকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে তালিকার চতুর্থ স্থানে। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৫১, যা শীর্ষে থাকা রোহিত শর্মার থেকে মাত্র ৩২ পয়েন্ট কম।

ভারতের অধিনায়ক কেএল রাহুলও সেই ম্যাচে ৬০ রান করে দুই ধাপ এগিয়ে যৌথ ১৪তম স্থানে পৌঁছেছেন। দক্ষিণ আফ্রিকার ম্যাথিউ ব্রিটস্কে ৭২ রানের ইনিংসে যৌথ ৩০তম স্থানে আছেন; প্রথম দশ ওয়ানডেতে তাঁর রান এখন ৬১৪, যা ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ।

টেস্ট র‍্যাংকিংয়েও এসেছে মূল্যবান পরিবর্তন। ভারতের বিপক্ষে ঐতিহাসিক ২-০ সিরিজ জয়ের পর দক্ষিণ আফ্রিকার একাধিক ক্রিকেটার পেয়েছেন পুরস্কার। অলরাউন্ডার মার্কো জানসেন চার ধাপ এগিয়ে এখন দ্বিতীয় স্থানে, বোলিংয়ে পাঁচ ধাপ উঠে পঞ্চম এবং ব্যাটিং তালিকায় প্রথম ইনিংসের ৯৩ রানের কারণে ২১ ধাপ এগিয়ে ৭৫তম স্থানে আছেন তিনি।

এভাবেই সর্বশেষ আপডেটে তিন ফরম্যাটেই বড়সড় ওঠানামার মধ্য দিয়ে জমে উঠেছে আইসিসি র‍্যাংকিংয়ের নতুন তালিকা।

Exit mobile version