হ্যামিল্টন টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টিম সাউদির টেস্ট ক্যারিয়ারকে স্মরণীয় করে তুলেছে নিউজিল্যান্ড। টেস্টে রানের দিক থেকে এটি নিউজিল্যান্ডের সবচেয়ে বড় জয়।
টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচে ৩৯১তম উইকেট নিয়েছেন সাউদি। ১৬ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষেই টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। কিন্তু সেই ম্যাচে দল হেরেছিল ১২১ রানে। এবার বিদায়বেলায় ইংল্যান্ডকে হারিয়েই রেকর্ড জয় উপহার দিলেন সাউদি।
দিনের শুরুতে ইংল্যান্ড ২ উইকেটে ১৮ রান নিয়ে খেলতে নেমে কিছুটা প্রতিরোধ গড়ে তোলে। জ্যাকব বেথেল ও জো রুট মিলে ১০৪ রানের জুটি গড়েন। তবে রুটকে ৫৪ রানে আউট করে প্রতিরোধ ভেঙে দেন বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। এরপর ইংল্যান্ডের ব্যাটিং লাইন-আপ আর ঘুরে দাঁড়াতে পারেনি।
জ্যাকব বেথেল ৭৬ রান করলেও তাকে ফিরিয়ে ম্যাচে নিউজিল্যান্ডকে এগিয়ে নেন সাউদি। দ্বিতীয় ইনিংসে ব্যর্থ হন হ্যারি ব্রুকও, মাত্র ১ রান করে উইলিয়াম ও’রুর্কের শিকার হন তিনি। এরপর গাস অ্যাটকিনসনের ৪৩ রানের ইনিংস কিছুটা লড়াই গড়ে তোলে। তবে চোটের কারণে অধিনায়ক বেন স্টোকস ব্যাট করতে নামতে পারেননি, ফলে ইংল্যান্ড ১০ জন নিয়েই অলআউট হয়ে যায় ২৩৪ রানে।
৬৫৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ড টিকেছে মাত্র ৪৭.২ ওভার। নিউজিল্যান্ডের হয়ে স্যান্টনার ৪ উইকেট নিয়ে দলের জয়ে বড় ভূমিকা রাখেন।