আসন্ন বিপিএল (বাংলাদেশ প্রিমিয়ার লিগ) এ চট্টগ্রাম কিংসের হয়ে খেলার কথা রয়েছে সাকিব আল হাসানের। তবে, দেশ সেরা এই অলরাউন্ডারের অংশগ্রহণ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
দেশে খেলে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার ইচ্ছে থাকলেও আন্দোলনের কারণে দেশে ফেরা হয়নি সাকিবের। এ পরিস্থিতিতে চট্টগ্রাম কিংসের মালিক সামির কাদের চৌধুরী জানান, সাকিবের খেলা নিয়ে এখনো কোনো নিশ্চয়তা পাননি তারা।
এ বিষয়ে সামির কাদের চৌধুরী জানান, “এখনো সাকিবের বিপিএল খেলা নিয়ে বোর্ড থেকে চূড়ান্ত কিছু জানানো হয়নি। আমরা বোর্ডের কাছে চিঠি পাঠিয়েছি, আশা করছি দ্রুতই জানানো হবে।”
তবে সাকিব না খেলতে পারলে শেষ মুহূর্তে নতুন খেলোয়াড় নিয়ে দলকে প্রস্তুত করতে চাইছে চট্টগ্রাম কিংস। সামির কাদের বলেন, “হ্যাঁ, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি। প্রাথমিকভাবে দুইজন খেলোয়াড়কে পছন্দও করা হয়েছে বিকল্প হিসেবে। পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।”
বিপিএল শুরু হবে আগামী ৩০ ডিসেম্বর। এ উপলক্ষে প্রস্তুতির শেষ পর্যায়ে রয়েছে অংশগ্রহণকারী দলগুলো। চট্টগ্রাম কিংসের প্রস্তুতি সম্পর্কে সামির কাদের জানান, “কোচ শন টেইট ও খেলোয়াড় এনামুল হকরা ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে যোগ দেবেন। এরপরই আমরা আনুষ্ঠানিক অনুশীলন শুরু করব।”
এবার অনেক বছর পর বিপিএলে ফিরেছে চট্টগ্রাম কিংস। দলটি তাদের জার্সি উন্মোচন নিয়ে দর্শকদের আগ্রহের কথা বিবেচনায় রেখেছে। সামির জানান, “প্রিয় দলের জার্সি নিয়ে দর্শকদের আগ্রহ বরাবরই বেশি থাকে। আমরা খুব দ্রুতই একটি অনুষ্ঠানের মাধ্যমে জার্সি উন্মোচন করব, যা আগামী সপ্তাহেই করার পরিকল্পনা রয়েছে।”
এবারের আসরে চিটাগাং কিংসের স্কোয়াড-
সাকিব আল হাসান, শরীফুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস, শেখ পারভেজ, মার্শাল আইয়ুব, মঈন আলী, উসমান খান, হায়দার আলী, অ্যাঞ্জেলো ম্যাথুস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, বিনুরা ফার্নান্দো, গ্রাহাম ক্লার্ক ও থমাস ও’কনেল।