সাকিবের খেলা নিয়ে যা বললেন হাথুরুসিংহে

দিন যত বাড়ছে, মাঠ ও মাঠের বাইরে সাকিবও ততটাই বিতর্কিত হচ্ছেন। অলরাউন্ডার সাকিব মাঠের খেলায় যেমন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারছেন না, ঠিক একই অবস্থা তাঁর রাজনৈতিক ও পারিবারিক জীবনেও। সাথে নতুন করে যোগ হয়েছে চোট সমস্যা। যাতে শঙ্কায় পড়েছে কানপুরের দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে।

তবে সাকিবের কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। কানপুরে বাংলাদেশ দলের অনুশীলন শেষে আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এমনটি জানান তিনি।

হাথুরুসিংহে বলেন, ‘সাকিবের চোট নিয়ে কথা হচ্ছে। এ ব্যাপারে আমি সেভাবে কিছু জানি না। তবে, ফিজিওর সঙ্গে আমার কথা হয়েছে। তার চোট নিয়ে আমাকে কেউ কিছু বলেনি। এই মুহূর্তে সাকিবের কোনো সমস্যা নেই। সে ম্যাচ খেলার মতো ভালো অবস্থায় আছে।’

Exit mobile version