বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সম্প্রতি দেশের কিছু ক্রিকেটারকে ‘দুর্ভাগা’ আখ্যা দিয়েছেন। আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি বাংলা টাইগার্সের মিডিয়া বিভাগে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব এই মত প্রকাশ করেন।
তিনি বলেন, জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড় যেমন নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস এবং মোহাম্মদ মিঠুনের ক্যারিয়ার দীর্ঘ হয়নি। সাকিবের মতে, তারা আরও ভালো পারফর্ম করতে পারতেন এবং দলকে আরও দীর্ঘ সময় সেবা দিতে পারতেন।
সাকিবের বক্তব্য অনুযায়ী, এই খেলোয়াড়দের সংক্ষিপ্ত ক্যারিয়ারের কারণ সম্পর্কে নির্বাচন কমিটিই ভালোভাবে বলতে পারবে। তিনি জানান, জাতীয় দলে সুযোগ পাওয়া এবং টিকে থাকার জন্য ধারাবাহিক পারফরম্যান্স অপরিহার্য। এছাড়া দলের কম্বিনেশন, খেলোয়াড়দের আচরণ এবং ঘরোয়া লিগে তাদের ফর্মও বিবেচনায় নেওয়া হয়। তাই প্রত্যেক খেলোয়াড়ের জন্য সমান সুযোগ পাওয়া সম্ভব নয় বলেই মনে করেন সাকিব।
তিনি বলেন, ‘‘টিম ম্যানেজমেন্টের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কেউ হয়তো বেশি সুযোগ পায়, আবার কেউ কম। তবে যেটুকু সুযোগ পাওয়া যায়, সেটুকুর সর্বোচ্চ সদ্ব্যবহার করা উচিত।’’
সাকিব আরও যোগ করেন, ‘‘একজন খেলোয়াড়ের নিজের দায়িত্ব হলো কম সুযোগ পেলেও সেটি কাজে লাগানো। প্রতিটি খেলোয়াড়ের উচিত পারফরম্যান্সের মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণ করা।’’
প্রসঙ্গত, ইমরুল, নাসির, সাব্বির ও মিঠুনের আন্তর্জাতিক ক্যারিয়ার যতই ছোট মনে হোক না কেন, তাঁরা যথেষ্টসংখ্যক ম্যাচ খেলেছেন। ইমরুল ১৩১, নাসির ১১৫, সাব্বির ১২৫ এবং মিঠুন ৬১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। তবে আরও দীর্ঘ ক্যারিয়ার গড়ার সুযোগ থাকলেও তাদের সময়টা এমনই ছিল বলে আক্ষেপ করেন সাকিব।