গ্লোবাল সুপার লিগ ২০২৫ এর অষ্টম ম্যাচে আজ দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে বাংলাদেশের প্রতিনিধি দল রংপুর রাইডার্স। ম্যাচটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে।
দুবাই ক্যাপিটালস এবারের আসর শুরু করেছিল দারুণভাবে। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসকে ২২ রানে হারিয়ে শুভ সূচনা করেছিল তারা। তবে এরপর টানা দুই ম্যাচে হারের মুখ দেখেছে দলটি। প্রথমে হোবার্ট হ্যারিকেনসের কাছে ৭ উইকেটে এবং সর্বশেষ গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানের বড় ব্যবধানে পরাজিত হয় তারা। ফলে জয়ের ধারায় ফিরতে মরিয়া দুবাই।
অন্যদিকে, রংপুর রাইডার্স টুর্নামেন্টে দুর্দান্ত শুরু করেছে। তারা প্রথম দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে। প্রথম ম্যাচে ওয়ারিয়র্সকে হারিয়েছে ৮ রানে এবং দ্বিতীয় ম্যাচে হ্যারিকেনসের বিপক্ষে জয় পেয়েছে মাত্র ১ রানে। তাই জয়ের ধারা ধরে রেখে টেবিলের শীর্ষে থাকাই লক্ষ্য রংপুরের।
এর আগে দুবাই ক্যাপিটালস ও রংপুর রাইডার্স একে অপরের মুখোমুখি হয়নি। ফলে প্রভিডেন্সে হতে যাচ্ছে দুই দলের প্রথম দেখাই। বাংলাদেশের সব মানুষের চোখ থাকবে আজকের এই ম্যাচের দিকে। একদিকে দুবাইয়ের হয়ে খেলবেন সাকিব অন্যদিকে তার প্রতিপক্ষ বিপিএল এর দল রংপুর রাইডার্স। তাই আজকের ম্যাচটি হতে যাচ্ছে একটা হাই-ভোল্টেজ ম্যাচ।
দুবাই ক্যাপিটালস এর সম্ভাব্য একাদশ :
সিদিকুল্লাহ আতাল, রোহান মুস্তাফা, নিরোশান ডিকভেলা (উইকেটকিপার), গুলবাদিন নাইব (অধিনায়ক), সাকিব আল হাসান, সঞ্জয় কৃষ্ণমূর্তি, জেসি বুথান, কাদিম আলেইন, ডমিনিক ড্রাকস, কায়েস আহমাদ, কালিম সানা।
রংপুর রাইডার্স এর সম্ভাব্য একাদশ :
ইব্রাহিম জাদরান, সৌম্য সরকার, কাইল মায়ার্স, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান (অধিনায়ক ও উইকেটকিপার), আজমাতউল্লাহ ওমরজাই, ইফতিখার আহমেদ, মাহিদুল ইসলাম অনিক, রাকিবুল হাসান, তাবরাইজ শামসি, খালেদ আহমেদ।
পিচ রিপোর্ট:
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের উইকেট সাধারণত সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে ওঠে। তাই টস জিতলে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাই বেশি। রান তাড়া করা দলের জন্য সুবিধাজনক হতে পারে ম্যাচের শেষ
