সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে ইংল্যান্ডের কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রশ্ন তুলেছেন আম্পায়াররা। এই বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন সাকিবের দুই কোচ নাজমূল আবেদীন এবং মোহাম্মদ সালাউদ্দিন। কারণ, সাকিবের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে, আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি লিগের কোনো পর্যায়েই তাঁর অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়নি। তবে সাম্প্রতিক এক ম্যাচে, ইংলিশ আম্পায়ারদের মনে হয়েছে সাকিবের অ্যাকশনে কিছু অসঙ্গতি রয়েছে।
সালাউদ্দিন জানান, এতে সাকিবের বোলিং কার্যক্রমে তেমন কোনো সমস্যা হবে না, শুধুমাত্র ইসিবির অধীনস্থ ম্যাচেই তাঁকে পরীক্ষা দিতে হবে। অন্য কোনো জায়গায় তাঁর বোলিংয়ে কোনো বাধা নেই। তিনি আরও জানান, সাকিবকে প্রশ্ন করার পর সাকিবও বিষয়টি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছেন।
অন্যদিকে নাজমূল আবেদীন মনে করেন, বোলিং করার সময় ক্লান্তির কারণে সাকিবের স্পিনিং ফিঙ্গার কিছুটা দুর্বল হতে পারে, যা অ্যাকশনে প্রভাব ফেলতে পারে। তবে এতে তাঁর কনুইয়ের বাঁক স্বাভাবিক সীমা (১৫ ডিগ্রি) অতিক্রম করবে না বলেই নাজমূলের বিশ্বাস। তাঁর মতে, পরীক্ষার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
সালাউদ্দিনের অভিমত, অতিরিক্ত বল করার কারণে বা আঙুলের ক্লান্তির জন্য এক-দুটি ডেলিভারিতে এমনটা ঘটতে পারে। তবুও এটি বড় কোনো সমস্যা নয়। কিছুদিনের মধ্যে সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।