দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিতব্য প্রথম টেস্টে নিজেদের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছাড়াই নতুন যুগের যাত্রা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। নিরাপত্তা কারণে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেওয়ার পর, বাংলাদেশ দল সাকিব ছাড়া তাদের প্রথম টেস্ট খেলতে যাচ্ছে। কোচের পরিবর্তনও এসেছে, চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে নতুন কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ফিল সিমন্সকে।
অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দীর্ঘ নয় বছর পর বাংলাদেশে তাদের প্রথম টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছে। ঢাকার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দীর্ঘ অনুশীলন পর্বে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করছে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমার চোটের কারণে এই ম্যাচে তার না খেলার বিষয়টি নিশ্চিত হওয়ায়, তার জায়গায় দলকে নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। নতুন মুখ হিসেবে ডেওয়াল্ড ব্রেভিসকে খেলতে দেখা যেতে পারে।
বাংলাদেশ দলেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সাকিবের অনুপস্থিতিতে দলে যুক্ত হয়েছেন বামহাতি স্পিনার হাসান মুরাদ। বাংলাদেশের তিনজন ফ্রন্টলাইন স্পিনার খেলতে পারেন ঢাকায়, যেখানে পিচ স্পিনারদের জন্য সহায়ক হওয়ার কথা। বাংলাদেশ মেহেদী হাসান মিরাজকে পাঁচ নম্বরে ব্যাট করতে প্রমোট করতে পারে, অথবা পেসারদের মধ্যে একজনকে বাদ দিয়ে জাকের আলী অনিককে খেলানো হতে পারে।
এদিকে, দক্ষিণ আফ্রিকার মূল ভরসা মার্করাম ও টনি দে জর্জি। পিচ নিয়ে শঙ্কা থাকলেও ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।