অঘোষিত নিষেধাজ্ঞায় জাতীয় দলে ফিরতে পারছেন না সাকিব আল হাসান। তাই তো সাকিবকে ছাড়াই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে উড়াল দিচ্ছে টাইগাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে কোচের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে তাই সাকিবের বিষয়ে আবারও প্রশ্ন উঠলো!
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দল ঘোষণা হয়ে গেছে বেশ কয়েক দিন আগেই। সেখানে সাকিবকে নিয়ে আলোচনা ও বিতর্ক হয়েছে বিস্তর। নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় দেশে ফিরতে না পারায় ঘরের মাঠে বিদায়ী টেস্ট খেলতে পারেননি তিনি।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ের পরিকল্পনার কথা আগেই জানিয়েছিলেন সাকিব। কাউন্টি খেলতে গিয়ে অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ায় বোলিংয়ে নিষিদ্ধ হন তিনি। ফলে সাকিবকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করে বিসিবি।
তখন সাকিবকে নিয়ে প্রধান নির্বাচক গাজী আফরাফ হোসেন লিপু সঠিক উত্তর দিতে পারেনি। এবার কোচ সিমন্সকে প্রশ্ন করা হয়, বোলিং অ্যাকশনের সমস্যা না থাকলে সাকিবকে কি চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখা হতো? এমন প্রশ্নে মুখে হাসি নিয়ে ধীরস্থির কণ্ঠে সিমন্সের উত্তর, ‘এই প্রশ্নের উত্তর দিতে পারব না।’
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে বৃহস্পতিবার রাতে দুবাইয়ের উদ্দেশ্য উড়াল দেবে টাইগাররা। সেখানে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে পাকিস্তানের মাটিতে নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে ম্যাচ খেলবে বাংলাদেশ।