যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে নিজের সামর্থ্যের পরিচয় দিতে পারেননি বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। এই ব্যর্থতায় বেশ কিছু ম্যাচে তাঁকে দিয়ে কোটার চার ওভার পূরণ করাননি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এমনকি কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির চলতি আসরে নিজের দল বাংলা টাইগার্স মিসিসাগার হয়ে প্রথম ম্যাচেও বল হাতে কোনো অবদান রাখতে পারেননি তিনি।
তবে দ্বিতীয় ম্যাচেই দেখা মিলেছে চিরচেনা সাকিবের। বাংলা টাইগার্সের অধিনায়কত্ব করা সাকিব ভ্যাঙ্কুভার নাইটসের বিপক্ষে ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে নিয়েছেন তিনটি উইকেট। তাঁর এমন দুর্দান্ত বোলিংয়ে ২২ রানের জয় পেয়েছে বাংলা টাইগার্স। যা এই টুর্নামেন্টে তাঁদের প্রথম জয়।
ব্রাম্পটনে আগে ব্যাটিং করে সাকিবের দল ৭ উইকেটে তুলে নেয় ১৫২ রান। সাকিবের সাথে আরেক বাংলাদেশি শরীফুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে পুরো ২০ ওভার ব্যাটিং করে ১৩০ রান সংগ্রহ করে ভ্যাঙ্কুবার নাইটস।
ব্যাট হাতে ৪ বলে ২ রান করলেও সাকিব বোলিংয়ে ছিলেন সেরা ছন্দে। ৪ ওভার বল করে মাত্র ১০ রান দিয়ে তিনি তুলে নিয়েছেন ৩ উইকেট। আর বাংলাদেশি তারকা পেসার শরিফুল ৪ ওভারে দিয়েছেন মাত্র ১২ রান, নিয়েছেন ১টি উইকেট।