‘সাকিব সবার চেয়ে আলাদা’-ফাহিম

খুনের মামলা মাথায় নিয়ে রাওয়ালপিন্ডি টেস্টে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন সাকিব আল হাসান। প্রবল মানসিক চাপ নিয়ে সাকিব অতীতেও বাংলাদেশকে এমন অনেক ম্যাচ জিতিয়েছেন। তার এমন মানসিকতার প্রশংসা করেছেন বিসিবি পরিচালক ও সাকিবের শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিম।

সাকিবের শক্ত মানসিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে ফাহিম বলেন, ‘মানসিকভাবে শক্ত সেটা বলব না। আমি বলব, যারা বৈশ্বিক তারকা, সেটা যেকোনো খেলার হতে পারে, তারা যখন মাঠে নামে তখন মনে হয় না তারা নেগেটিভ প্যাকেজগুলো নিয়ে মাঠে নামে। তারা শুধু তাদের খেলার কথাই ভাবে। তারা সেভাবেই নিজেদের তৈরি করে যাতে অন্য কোনো চিন্তা না আসে। ওর (সাকিবের) বিষয়টাও তাই। ও যখন বল করতে আসে তখন শুধু ব্যাটাসম্যানকে নিয়েই ভাবে। অন্য কোনো চিন্তা ওর থাকে না। এটাই বোধহয় ওকে অন্যদের চেয়ে আলাদা করে। অনেক খেলোয়াড়কে দেখেছি বিভিন্ন চাপের কারণে স্বাভাবিক খেলাটা খেলতে পারে না। কিন্তু সাকিবের ক্ষেত্রে সেটা ঠিক না।’

সাকিবের সাথে তাঁর কথা হয় কিনা জানতে চাইলে জবাবে ফাহিম জানান, ‘ওর সাথে তো আমার দুইটা রোল আছে। বোর্ড পরিচালক হিসেবে আমি তার সাথে কথা বলিনি। তবে ওর মেন্টর তথা কোচ হিসেবে কথা হয়েছে। ওর পারফর্মেন্স নিয়ে কথা হয়েছে। এটাই আমার রোল ছিল। বোর্ড পরিচালক হিসেবে কোনো কথা হয়নি।’

Exit mobile version