সামদানের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর জয়

সামদানের সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর জয়

এনসিএল টি-টোয়েন্টিতে ঝড়ো সেঞ্চুরি উপহার দিয়েছেন ঢাকা মেট্টোর ওপেনার সাদমান ইসলাম। তার সেঞ্চুরির দিনে বরিশালের বিপক্ষে বড় জয় পেয়েছেন ঢাকা মেট্টো। সিলেটে এদিন বরিশালের বিপক্ষে প্রথমে ব্যাটিংয়ে নেমে ঢাকার দুই ওপেনার মাহফুজুর রহমান ও সাদমান ইসলাম ব্যাটিংয়ে ঝড় তোলেন।

দুই ওপেনার বিনা উইকেটে ১৭.৩ ওভারে তোলে ১৭৭ রান। সাদমানের সেঞ্চুরির দিনে ৪৯ বলে ৭৯ রান করে বিদায় নেন মাহফুজুল ইসলাম। তবে আর এক ওপেনার সামদান ৬১ বলে ১১ বাউন্ডারি ও চার ছক্কায় ১০১ রান করে বিদায় নেন। এছাড়া অবশ্য আর কেউ সুবিধা করতে পারেনি। ফলে ২০ ওভারে ঢাকা মেট্রো থামে ১৯৭ রানে।

জবাবে ব্যাটিংয়ে নেমে বরিশাল ২০ ওভারে ১০১ রানের বেশি করতে পারেনি। দলের পক্ষে আজমির ২৬ ও জাহিদুজ্জামান ১৮ রান করেন। আর কোন ব্যাটার ঢাকার বিপক্ষে সুবিধা করতে পারেনি। বল হাতে মারুফ তিনটি এছাড়া আবু হায়দার রনি, রকিবুল হাসান দুটি করে উইকেট নেন। 

সংক্ষিপ্ত স্কোর

ঢাকা মেট্রো ২০ ওভারে ১৯৭/৬

বরিশাল ২০ ওভারে ১০১/১০

ঢাকা ৯৬ রানে জয়ী

Exit mobile version