সিঙ্গাপুরে রওয়ানা হয়েছেন তামিম ইকবাল

শরীরের ওপর বড় ধকল গেছে ক্রিকেটার তামিম ইকবালের। হৃদরোগের জটিলতা কাটিয়ে গত ২৮ মার্চ হাসপাতাল থেকে ফিরেছিলেন বাসায়। তখনই জানানো হয়েছিল, এখন ঝুঁকিমুক্ত হলেও উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে।

সেই ধারাবাহিকতায় তামিম ইকবাল চিকিৎসার জন্য সিঙ্গাপুর রওয়ানা হয়েছেন। সিঙ্গাপুরে ঠিক কোন হাসপাতালে ভর্তি হবেন সে ব্যাপারে এখন জানা যায়নি। গত সপ্তাহেই বিসিবির চিকিৎসক দেবাশীর্ষ চৌধুরী জানিয়েছিলেন, উন্নত চিকিৎসার জন্য তামিম ইকবাল সিঙ্গাপুর যাবেন।

উল্লেখ্য, গত ২৪ মার্চ ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। মোহামেডানের হয়ে টস করতে নেমে হার্ট অ্যাটাক হয়েছিল অধিনায়ক তামিম ইকবালের।

Exit mobile version