দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসান আবারও পা রাখলেন ক্যারিবিয়ান মঞ্চে। ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সিপিএলের ত্রয়োদশ আসরে এবার তিনি খেলবেন অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে। শুক্রবার (১৫ আগস্ট) থেকে শুরু হওয়া আসরে উদ্বোধনী ম্যাচেই সাকিবের দল মুখোমুখি হবে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের।
অ্যান্টিগায় এক ভিডিও বার্তায় সাকিব জানান, “এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নেওয়ায় আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আশা করছি এটা আমার তৃতীয় বছর হবে।”
নতুন দলে যোগ দিয়েই সতীর্থ ও ম্যানেজমেন্টের প্রশংসা করেন তিনি। “আমার মনে হয় আমরা ভালো একটা দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও এটি ভালো দল। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে।”
তবে সাকিবের সবচেয়ে বড় উচ্ছ্বাস কিংবদন্তি স্যার ভিভিয়ান রিচার্ডসকে নিয়ে। “আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তাঁর নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে, সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং অভিজ্ঞতা শেয়ার করবে।”
সাকিব এর আগে সিপিএলে একাধিক দলের হয়ে খেলেছেন এবং অভিজ্ঞতার ঝুলি সমৃদ্ধ করেছেন। এবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সের হয়ে তার লক্ষ্য দলকে শিরোপার পথে এগিয়ে নেওয়া।
