প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচও জয়ের স্বপ্ন দেখছিল পাকিস্তান। তেমন সম্ভাবনা তারা কিছুটা হলেও তৈরি করেছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসের শেষ দিকে এসে তাদের স্বপ্ন প্রথম ধাক্কা খায়। আর সেই ধাক্কাটা তারা নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে সামাল দিতে পারেনি। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজ ড্র করেই সন্তুষ্ঠ থাকতে হচ্ছে পাকিস্তানকে। বৃহষ্পতিবার শেষ হওয়া রাওয়ালপিন্ডি টেস্টে স্বাগতিক দলকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।
পাকিস্তানের করা ৩৩৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা অপ্রত্যাশিতভাবে ৪০৪ রান করে। এক পর্যায়ে ২৩৫ রানে ৮ উইকেট হারিয়ে ধুকছিল দক্ষিণ আফ্রিকা। ঠিক তখনই বুক ফুলিয়ে দাঁড়িয়ে যান শেষ ব্যাটার কাগিসো রাবাদা। পাকিস্তান বোলারদের চোখ নাকের পানি এক করে ছাড়েন তিনি। রাবাদার ৬১ বলে ৭১ রান করেন।
এই ধাক্কাটা আর সামলে উঠতে পারেনি পাকিস্তান। তৃতীয় দিনের শেষ ভাগে ব্যাট হাতে নেমে চরম বিপর্যয়ের মুখোমুখি হয় দলটি। মাত্র ১৬ রানে প্রথম তিন ব্যাটার বিদায় নেয়। বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের ব্যাটা তারা ভরসা খুঁজে পেয়েছিল। কিন্তু চতুর্থ দিনের শুরুতেই সেই ভরসা নাই হয়ে যায়। দ্রুত উভয়ে আউট হলে মাত্র ১৩৮ রানে গুটিয়ে যায় পাকিস্তান। সিমন হারমার একাই ধসিয়ে দেন পাকিস্তানকে। ৬ উইকেট নেন তিনি। প্রথম ইনিংসে পাকিস্তান কেশব মহারাজকে খেলতে পারেনি। ৭ উইকেট নিয়েছিলেন তিনি।
জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার সামনে তখন লক্ষ্যমাত্রা মাত্র ৬৮ রান। দুই উইকেট হারিয়ে তারা জয় তুলে নেয়। এ জয়ের ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা বড় লাফ দিয়েছে। পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। পাকিস্তান ঠিক তাদের ওপরে। অস্ট্রেলিয়া শীর্ষে। তারপরেই শ্রীলঙ্কা ও ভারত।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩



















